নিজের গায়ে হলুদের দিনে যশোরে বাইক চালিয়ে গায়ে হলুদে কনে নিজে হাজির ভাইরাল new viral video - DESER ALO >> NEWSPAPER BANGLA NEWS

সত্যের পথে অবিরাম বাংলা পত্রিকা ও সাম্প্রতিক আলোচিত খবর ও ভাইরাল ভিডিও পৌছেতে আমরা বদ্ধ পরিকর - always we are supporting Bangla newspaper viral news and viral video

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, 24 August 2020

নিজের গায়ে হলুদের দিনে যশোরে বাইক চালিয়ে গায়ে হলুদে কনে নিজে হাজির ভাইরাল new viral video

  যশোরে বাইক চালিয়ে গায়ে হলুদে কনে!


নিজের গায়ে হলুদের দিনে যশোরে বাইক চালিয়ে গায়ে হলুদে কনে নিজে হাজির

নিজের গায়ে হলুদের দিনে বন্ধু-বান্ধব নিয়ে বাইক র‌্যালি করলেন যশোরের মেয়ে ফারহানা আফরোজ। সেই ভিডিও ভাইরাল হয়েছে ফেইসবুকে।গত ১৩ আগস্ট গায়ে হলুদের অনুষ্ঠান ঘিরে এমন আয়োজন করেন ফারহানা। পরদিন ১৪ আগস্ট বিয়ে। ছেলে হাসনাইন রাফি পাবনার কাশিনাথপুরের বাসিন্দা। টেক্সটাইল ইঞ্জিনিয়ার হাসনাইন রাফি ঢাকার গাজীপুরে কর্মরত।
ফারহানা জানান, ব্যতিক্রমী কিছু করার ভাবনা থেকেই এমন আয়োজন। ফারহানা আফরোজ ২০০৭ সাল থেকে বাইক চালান।
ফারহানা আফরোজের বাড়ি যশোর সার্কিট হাউজের সামনে। যশোর সরকারি বালিকা বিদ্যালয় থেকে ২০১১ সালে এসএসসি ও ২০১৩ সালে যশোর আব্দুর রাজ্জাক কলেজ থেকে এইচএসসি পাস করেন। এখন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) থেকে এইচআর-এ এমবিএ করছেন ফারহানা।

কোথায় যাচ্ছে মুসলিম সমাজ? গায়ে হলুদে কন্যা নিজ বন্ধুদের নিয়ে বাইক শো করেছে শহরের বুকে!
ঘটনাটি ঘটেছে খুলনার বিভাগের যশোর জেলায়। মেয়েকে সবাই ড্রিমি আপু বলে ডাকে। দু'দিন আগে মেয়ের গায়ে হলুদের দিন ছিল।সেদিন কন্যা নিজে মোটরসাইকেল চালিয়ে ১৭ জন (জোড়ায় জোড়ায়) যশোড শহর প্রদক্ষিণ করে।
মুসলিম সমাজে এমন রীতিনীতি সত্যি দুঃখজনক! আজ সে করেছে আগামীকাল আরেকজন করবে। মনে আছে ১ বছর আগে একজন নারী বিয়েতে বরকে আনতে গিয়েছিল বরের বাড়ি! ঘটনাটি নিয়ে হয়েছিল ব্যাপক সমালোচনা।
এসব ঘটনায় যখন ধর্মপ্রাণ মুসলিমরা বাধা দিতে যাবে তখনই নারীবাদীরা নারী অধিকার বলে তাদের উস্কানি দিবে। আর এসব অবুঝ অবাধ্য মেয়েরা হয়ে উঠবে নাস্তিক।
তাই আসুন আমরা এরকম সকল ঘটনার প্রতিবাদ করি।সোচ্চার হই। মুসলিম সমাজ যেন অধঃপতনে না যায় সেদিকে খেয়াল করি।










No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages